Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটকে পড়া মালদ্বীপিদের নিয়ে মালদ্বীপে বিমানবাহিনীর মেডিকেল টিম


২০ এপ্রিল ২০২০ ১৬:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতিতে আটকে পড়া ৭১ জন নাগরিকদের নিয়ে মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান সোমবার (২০ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছে। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনার চিকিৎসা সেবা দিতে ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমও রয়েছে এই বিমানে।

বিমানবন্দরে এসময় বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার ও বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাত শান শাকির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু’র সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক। মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সরকারের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপের ৭১ জন নাগরিককে ঢাকা থেকে মালদ্বীপে পৌঁছে দেওয়া হয়।

এসব নাগরিক বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে নিজ দেশ মালদ্বীপে ফিরতে পারছিলেন না। দেশে পাঠানোর আগে বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুর থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের ঢাকায় আনা হয়। মালদ্বীপের সাথে বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বিমান বাহিনীর সহায়তায় মালদ্বীপের এসব অধিবাসীদের নিজ দেশে পাঠানো হয়েছে।

এছাড়াও, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম মালদ্বীপে গেছেন। মেডিকেল টিমের সদস্যরা বাংলাদেশিদের করোনাভাইরাসের চিকিৎসা সেবা দেবেন।

বিমানবাহিনী মালদ্বীপ মেডিকেল টিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর