মোবাইল ব্যাংকিংয়ে ‘অমানবিক’ চার্জ বন্ধের দাবি
২০ এপ্রিল ২০২০ ১৯:৪৭
ঢাকা: করোনার সংকটের সময়ে মোবাইল ব্যাংকিংয়ে অমানবিক চার্জ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বৈশ্বিক মহামারিতে দেশ যখন বিপর্যস্ত সরকার ব্যাংক ঋণের সুদের হার ৪.৫ শতাংশে নামিয়ে এনেছে। যে যেভাবে পারছে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই সময় সর্বোচ্চ লেনদেনকারী মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি তাদের চার্জ আগের মতোই বহাল রেখেছেন। এ সেবা থেকে বাংলাদেশ ব্যাংক বা বিটিআরসি কেউই রাজস্ব ভাগাভাগির অর্থ পায় না। কেবলমাত্র অপারেটররা ম্যাসেজ চার্জ বাবদ অর্থ পেয়ে থাকেন।’
সরকার ইতিমধ্যে শ্রমিকদের বেতন দেয়ার জন্য মোবাইল ব্যাংকিং সেবাকে উৎসাহিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘একজন শ্রমিকের ৫ হাজার টাকা এই সেবা থেকে উত্তোলন করতে ১০০ টাকার সাথে রিটেইলারদের অতিরিক্ত ২০/৩০ টাকা যুক্ত হয়েছে। অথচ বর্তমানে এসব ক্ষুদ্র পরিবারে ১২০ টাকায় একদিনের খাবার হয়। আমরা করোনা শনাক্ত হবার সময়েই দাবি করেছিলাম ২০ হাজার টাকা পর্যন্ত এই সেবার চার্জ মুক্ত করার জন্য। কিন্তু চার্জ মুক্ত করা তো দূরের কথা এক পয়সাও চার্জ কমানোর কোন নজির আমরা লক্ষ্য করিনি।’
সামাজিক দায়বদ্ধতার আওতায় এনে দ্রুত এই সেবায় চার্জ কমিয়ে আনার দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।