Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকারণে রাস্তায় ঘোরাঘুরির সাজা, ৫০০ বার লিখতে হলো ‘আমি দুঃখিত’


২০ এপ্রিল ২০২০ ২০:৫৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ঘরে থাকার নির্দেশনা অমান্য করে বাইরে আড্ডা ও ঘোরাঘুরির জন্য তাৎক্ষণিক সাজা পেয়েছেন চট্টগ্রাম নগরীর ২০ তরুণ। এক পুলিশ কর্মকর্তার নির্দেশে তাদের প্রত্যেককে সাদা কাগজে ৫০০ বার করে লিখতে হয়েছে ‘আমি দুঃখিত’।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নগরীর কোতোয়ালী থানার সিআরবি শিরীষ তলায় তরুণদের ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা।

পুলিশ কর্মকর্তা নোবেল সারাবাংলাকে জানান, সিআরবিতে চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় বেশ কয়েকজন তরুণকে তারা ঘোরাফেরা ও আড্ডা দিতে দেখেন। এ সময় কয়েকজনকে জিজ্ঞেস করা হলে তারা ঘর ছেড়ে বের হওয়ার বিষয়ে সদুত্তর দিতে পারেনি। সবাই দুঃখ প্রকাশ করে পার পাওয়ার চেষ্টা করেন। এ সময় ২০ জন তরুণকে নিজেদের হেফাজতে নেন চেক পোস্টের পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

‘ভেবেছি, এভাবে তাদের ছেড়ে দিলে তারা আবারও বের হবে। টোকেন পানিশমেন্ট হিসেবে সিআরবি ফাঁড়ি থেকে কাগজ কলম এনে তাদের ৫০০ বার করে লিখে দিতে বলেছি ‘আমি দুঃখিত’ বাক্যটি। যে লিখতে পারেনি, তাকে ৫০০ বার করে বলতে হয়েছে’ বলেন নোবেল চাকমা।

করোনা মোকাবিলা করোনাভাইরাস ঘরে থাকা চট্টগ্রাম টপ নিউজ হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর