Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক ছাঁটাই ও বেতন হ্রাসের ঘটনায় ড্যাবের উদ্বেগ


২০ এপ্রিল ২০২০ ২১:১৬

ঢাকা: করোনা দুর্যোগের মধ্যে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ছাঁটাই এবং বেতন হ্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করার পর থেকেই চিকিৎসকগণ চিকিৎসাসেবা দিয়ে দেশে দেশে জাতীয় বীর হিসেবে সম্মানিত হচ্ছেন। বাংলাদেশের চিকিৎসকগণ যথাযথ ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী ছাড়াই সম্মুখযোদ্ধা হিসেবে করোনাভইরাসের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন।’

‘ইতোমধ্যে প্রায় দুইশতাধিক চিকিৎসক রোগীর সেবা করতে গিয়ে সংক্রমণের শিকার হয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক আইসোলেশন ও কোয়ারেনটাইনে আছেন। রাষ্ট্র এদের অবদানকে স্বীকার করে সর্বোচ্চ পর্যায় থেকে প্রণোদনা ঘোষণা করেছে। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকগণের বেতন কর্তন, চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ছাঁটাই করার সংবাদ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক, অসম্মানজনক’— বলা হয় ওই বিবৃতিতে।’

তারা বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকগণ স্বল্প সুযোগ সুবিধায় ন্যূনতম ব্যক্তিগত সুরক্ষায় যেভাবে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছেন, তাতে তাদের উৎসাহ প্রদান, ব্যক্তিগত সুরক্ষা প্রদান, প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক প্রণোদনা প্রদান আমাদের দায়িত্ব। অথচ জোরপূর্বক, বেআইনিভাবে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ছাঁটাই এবং চিকিৎসকদের বেতন হ্রাস করা হচ্ছে।’

বিজ্ঞাপন

অবিলম্বে চিকিৎসক, কর্মচারীদের ছাঁটাই বন্ধ ও বেতন হ্রাসের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

চিকিৎসক ড্যাব নার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর