চিকিৎসকদের জন্য পিপিই বিতরণ অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক
২০ এপ্রিল ২০২০ ২৩:৩৪
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দেওয়া অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।
সোমবার (২০ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ-এর হাতে ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
একই দিনে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নারায়নগঞ্জ জেলার খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়। সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি হাসপাতালের জন্য ৪৫০ টি পিপিই, ৫০০টি সার্জিক্যাল মাস্ক, ৭৫টি কেএন-৯৫ মাস্ক এবং উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়।
উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিদের পিপিই দিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।