Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ প্লেগ-বসন্তকে জয় করতে পারলে করোনাকেও পারবে


২১ এপ্রিল ২০২০ ১০:২৫

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সৃষ্ট মহমারিতে থেমে গেছে গোটাবিশ্ব। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষায় বাংলাদেশও ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। সাধারণ ছুটি ঘোষণার মেয়াদ বাড়ানো হয়েছে কয়েকদফা। এই সাধারণ ছুটির উদ্দেশ্যই হলো করোনার বিস্তার রোধে দেশের জনগণকে ঘরে রাখা। এই ছুটির ফলে দেশ কার্যত ‘লকডাউন’। দেশের অফিস-আদালত থেকে শুরু করে বন্ধ রয়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা। শুধু জরুরি পরিষেবা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের বাজার খোলা ছাড়া সবই বন্ধ রয়েছে। আর এ অবস্থায় ঘরে বসে বই পড়ে আর টেলিভিশনের খবর দেখে সময় কাটছে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীদের। তাদের বিশ্বাস, মানুষ মরণঘাতী প্লেগ-বসন্তকে জয় করতে পারলে করোনাকেও পারবে।

বিজ্ঞাপন

সম্প্রতি সারাবাংলার সঙ্গে কথা হয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সিনিয়র আইনজীবীদের। তারা জানান, এই পরিস্থিতিতে আইনের বই পড়ে, মামলার ড্রাফটিং করে এবং টেলিভিশনের খবর দেখে তাদের সময় কাটছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সারাবাংলাকে বলেন, ‘করোনার প্রভাব সেটা তো শুধু আমাদের দেশেই না, সারাবিশ্বেই ছড়িয়ে পড়ছে। সংগ্রাম করেই পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হয়। লাখ লাখ বছর ধরে মানুষ সংগ্রাম করেই পৃথিবীতে বেঁচে আছে। এক সময় মানুষ প্লেগ, বসন্তে আক্রান্ত হতো। সেই মরণঘাতী ব্যধিগুলোকেও মানুষ জয় করেছে। আশা করি মানুষ করোনাকেও জয় করবে।’

যেদিন থেকে ছুটি ঘোষণা হয়েছে সেদিন থেকেই তিনি ঘরে অবস্থান করছেন জানিয়ে বলেন, ‘আমি ঘরের তালাই খুলছি না। এখন ঘরে বই পড়ে সময় কাটে। আর তো কিছু করার নেই।’

গণজমায়েত করে সাহায্য বিতরণের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা লোক দেখানো ত্রাণ বিতরণ। এই পরিস্থিতিতে সাহায্য করতে হলে যারা সাহায্যপ্রার্থী তাদের তালিকা করে টাকা বা সাহায্য পাঠিয়ে দিতে হবে। আমিতো এলাকায় যায়নি। না গিয়েও আমার সাধ্যমত সাহায্য পাঠিয়ে দিয়েছি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই সময়ে প্রচুর পড়ালেখা করছি। অনেক বই পড়ছি। আইনের বই, পাশাপাশি কুরআনের তরজমা, নবীজির জীবনীসহ বিভিন্ন বই পড়ে সময় কাটছে। বাসার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। বই পড়ার জন্য এই সময়কেই কাজে লাগাচ্ছি।’

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত ভালো আছি। তবে চেকআপের জন্য সিঙ্গাপুর যাওয়ার দরকার ছিল। কিন্তু এই পরিস্থিতিতে যেতে পারছি না। কিছু তো আর করার নেই। বাসায় শুয়ে বসে সময় কাটে। এখনতো পত্রিকাও বন্ধ। কখনও বই পড়ে, কখনও টেলিভিশনের খবর দেখে সময় কাটে।’

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান সারাবাংলাকে বলেন, ‘সময়কে কাজে লাগাতে হবে। আমি প্রতিদিন চেম্বারে যাচ্ছি। শুক্রবার ছাড়া প্রতিদিন ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চেম্বারে বসি। দিনভর বই পড়ছি। এছাড়া নতুন মামলার ড্রাফটিং করছি। ভারতে দুর্নীতি মামলায় কী রায় দিচ্ছে তা দেখি। আর আমাদের আদালতে দুদকের যেসব মামলায় হেরে গেছি, সেসব মামলার রায় ও আদেশ দেখছি। কেন হারলাম, তা পর্যালোচনা করে ভবিষ্যতে মামলায় শুনানির জন্য নিজেকে প্রস্তুত করছি।’

তিনি বলেন, ‘অ্যান্টি কারাপশন অ্যান্ড মানি লন্ডারিং অ্যাক্ট’ বইটি আরও নতুন করে আপডেট করছি। সময় নিয়ে এসব কাজ করছি।’

সারা দেশে ৫০ হাজারের বেশি আইনজীবী রয়েছেন। এর মধ্যে সুপ্রিম কোর্টে নিয়মিত আইন পেশায় আছেন ৫ হাজারেরও বেশি আইনজীবী। যদিও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৯ হাজারের বেশি। তবে এর মধ্যে কেউ কেউ দেশের বিভিন্ন আদালতে (জেলা আদালত) আইন পেশায় নিয়োজিত। আদালত বন্ধ থাকায় বিচারপতিসহ সকল আইনজীবীদের বাসাতেই সময় কাটছে।

করোনাভাইরাস করোনার বিস্তার লকডাউন সাধারণ ছুটি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর