বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের টাকা পাঠাতে অনুমতি লাগবে না
২১ এপ্রিল ২০২০ ১২:৪৫
ঢাকা: আগামী ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কোনো প্রকার অনুমতি ছাড়াই বিদেশে টাকা পাঠানোর সুবিধা অব্যাহত থাকবে। বাংলাদেশের বাইরে যেসব নাগরিক পড়াশোনা, চিকিৎসা ও ভ্রমণের জন্য গিয়ে আটকা পড়েছেন তাদের সুবিধার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে। এর আগের প্রজ্ঞাপনে এই সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশে কার্যরত সব অথরাইজড ডিলারদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানাবিধ সমস্যায় পড়েছেন। অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে বিভিন্ন কারণে আটকা পড়েছেন। তাদের সহায়তায় আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই আটকে পড়া বাংলাদেশিদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে কোনো টাকা পাঠানো যেত না।