ভারতের রাষ্ট্রপতি ভবনে এক নারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর, সতর্কতা হিসেবে ১২৫ জনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। দিল্লি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনর বরাতে মঙ্গলবার (২১ এপ্রিল) এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ ব্যাপারে ভারতের রাষ্ট্রপতি ভবনে পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী রাষ্ট্রপতি ভবনে কাজ করতেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য বিড়লা মন্দির কোভিড-১৯ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই নারীর মেয়েকেও নভেল করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে কিন্তু সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৮ জন, মৃত্যু হয়েছে ৫৯২ জনের এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন তিন হাজার ২৭৩ জন।