Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাজফার্মাসহ ২ ফার্মেসিকে জরিমানা


২১ এপ্রিল ২০২০ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় করার অপরাধে লাজফার্মাসহ দু’টি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমান টিম। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় লাজ ফার্মাকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে তামান্না ফার্মেসি নামে অপর একটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক মো. আবদুল জব্বার সারাবাংলাকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম ঢাকা মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকিমূলক অভিযান পরিচালনা করছে। এ অভিযানের অংশ হিসেবে লাজফার্মার শান্তিনগর শাখাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা এবং ১ হাজার ৭০০ টাকার আমদানিকৃত শিশু খাদ্য (গুঁড়ো দুধ) ৩ হাজার ৬০০ টাকায় বিক্রয় করার অপরাধে তামান্না ফার্মেসি নামে অপর একটি ফার্মেসির শান্তিনগর শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেছেন বলেও জানান তিনি।

বেশি দাম ভ্রাম্যমাণ আদালত লাজ ফার্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর