Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি থেকে বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট যাবে শুক্রবার


২১ এপ্রিল ২০২০ ১৪:২৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট আগামী শুক্রবার (২৪ এপ্রিল) ভারত যাবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেতে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট আগামী ২৪ এপ্রিল পরিচালনা করা হবে। এ ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। এই ফ্লাইটের ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।’

বিজ্ঞাপন

আজ বিকেল থেকে আগামী ২৩ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে টিকিট কেনা যাবে বলেও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির।

আটকে পড়া বাংলাদেশি ঢাকা-নয়াদিল্লি বিমান বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর