ত্রাণ বিতরণে অনিয়ম, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য বরখাস্ত
২১ এপ্রিল ২০২০ ২২:৩৫
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম ও ত্রাণ আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদের দেওয়া ত্রাণ সামগ্রী প্যাকেজিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানায় কামরুজ্জামানের নামে মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে।
গত ১৮ এপ্রিল চিঠির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এ তথ্যগুলো স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছে। তার এ কর্মকাণ্ড জেলা পরিষদ আইন অনুযায়ী অপরাধের সামিল। তার অপরাধের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। সে কারণে জেলা পরিষদ আইনের ১০ (ক) ধারা অনুযায়ী কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
কামরুজ্জামান জেলা পরিষদ সদস্য ত্রাণ বিতরণে অনিয়ম পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরখাস্ত স্থানীয় সরকার