উল্লাপাড়ায় করোনা রোগী শনাক্ত, উপজেলা লকডাউন
২২ এপ্রিল ২০২০ ০৮:৪৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় পুরো উল্লাপাড়া লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই যুবকের রিপোর্ট আমাদের হাতে এসেছে। তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ। আক্রান্ত যুবক নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে এসেছিলেন। এ নিয়ে জেলায় দুজন করোনা রোগী শনাক্ত হলো এবং দুজনই নারাণগঞ্জ ফেরত।’
এদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান জানান, করোনা আক্রান্ত যুবক নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আক্রান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।