Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৫১ হাজার ছাড়াল


২২ এপ্রিল ২০২০ ০৯:৫৩

ইতালি: মহামারি করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা দিন দিন বাড়ছে ইতালিতে। দেশটিতে করোনায় আক্রান্ত ৫১ হাজার ৬০০ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ২৪ ঘণ্টায় ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৭২৩ জন।

বিজ্ঞাপন

তিনি জানান, ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৬৪৮ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫১ হাজার ৬০০ জন।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। করোনা ঠেকাতে সরকার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বোরেল্লি বলেন, ‘করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে।’

এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে আগামী মাসের শুরুর দিকে এ জরুরি অবস্থা তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন। ৪ মে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করেছেন তিনি।

ইতালি ঘরে ফেরা সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর