Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: শরীয়তপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩


২২ এপ্রিল ২০২০ ১২:৩৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: জেলায় ২৪ ঘন্টায় নতুন করে তিনজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন ডামুড্যা উপজেলা এবং একজন নড়িয়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত শরীয়তপুরে মোট ১১ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়াও সতর্কতামূলকভাবে ২৪ ঘণ্টায় ৮৪ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেনটাইনে রয়েছেন এক হাজার ৩৯ জন।

এদিকে, ক্রেতাদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সকল মাছ বাজার ও কাঁচা বাজার খোলা জায়গায় স্থানান্তরের চেষ্টা করছে প্রশাসন। ইতোমধ্যেই শহরের সবচেয়ে বড় বাজার পালং বাজারের মাছ ও কাঁচা সবজির বাজার শহরের প্রধান সড়কে স্থানন্তর করা হয়েছে। শহরের রাজগঞ্জ ব্রীজ এলকা থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রধান সড়কের দু পাশে ফাঁকা ফাঁকা করে এ বাজার বসানো হয়েছে।

বিজ্ঞাপন

আক্রান্ত কোয়ারেনটাইন নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর