Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে চীন


২২ এপ্রিল ২০২০ ২১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

বুধবার (২২ এপ্রিল) বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের কমিউনিস্ট পার্টি এ কথা জানিয়েছে।

ওই বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনা ভাইরাস মোকাবিলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং পাশে থাকবে।

বিজ্ঞাপন

চীনা কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।

এ ছাড়া বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্ক উপহার দিয়েছে চীন।

আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টি করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর