Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় ৩ হাজার ৬২০ কোটি টাকা


২২ এপ্রিল ২০২০ ২৩:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩ হাজার ৬২০ কোটি টাকার রাজস্ব আয় করেছে গ্রামীণফোন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। গ্রাহক সংখ্যা বেড়ে এ সময়ে তা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখে। যার মধ্যে ৪ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন। প্রথম প্রান্তিকে ইন্টারনেট থেকে রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বুধবার (২২ এপ্রিল) গ্রামীণফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ২০২০ সালের প্রথম প্রান্তিকে আমরা ধারাবাহিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। মার্চ পর্যন্ত এনওসি অনুমোদনের ওপর নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ থাকায় আমরা পরিকল্পিত বিনিয়োগ করতে পারিনি। অন্যদিকে প্রথম প্রান্তিকের শুরু থেকে আমাদের নাম্বার সংকট দেখা দিয়েছিল যেটি মোট গ্রাহকের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চমৎকার বাজার পরিকল্পনা বাস্তবায়ন এবং নেটওয়ার্কে আমাদের শক্তিশালী অবস্থান ধরে রাখার মাধ্যমে আমরা ব্যবসায়িক সাফল্য অজর্ন করতে সক্ষম হয়েছি। আমাদের ধারাবাহিক প্রচেষ্টায় প্রথম প্রান্তিকের শেষে ফোরজি গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ দশমিক ৬ শতাংশ মার্জিনসহ প্রথম প্রান্তিকে কর পরবর্তী গ্রামীণফোনের মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭ কোটি টাকা। এ সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৭.৯২ টাকা।

গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, ‘প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের প্রবৃদ্ধি কমেছে। আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা ইন্টারনেটে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নে ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রামীণফোন। প্রথম প্রান্তিকে নেটওর্য়াক আধুনিকায়নের পাশাপাশি ১৯৭টি নতুন ফোরজি সাইট করা হয়েছে। এ বছরের মার্চ পর্যন্ত গ্রামীণফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪২ টি। ভ্যাট, ফোরজি লাইসেন্স ফি, স্পেক্ট্রাম এ্যাসাইনমেন্ট ফি,  শুল্ক ও অন্যান্য খাতে প্রথম প্রান্তিকে সরকারি কোষাগারে ২ হাজার ৪৬০ কোটি টাকা প্রদান করেছে গ্রামীণফোন- যা মোট আয়ের ৬৮ শতাংশ।

গ্রামীণফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর