Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. মঈন উদ্দিনকে নিয়ে গুজব ছড়ানোর দায়ে আটক এক


২২ এপ্রিল ২০২০ ২৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে গুজব ও কুৎসা রটনার দায়ে রিয়াজুল আবির (৩১) নামে এক যুবককে আটক করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিন সন্ধ্যায় সিআইডি’র মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসাইন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি ফারুক হোসাইন বলেন, গত ১৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উসকে দেওয়ার উদ্দেশ্যে কতিপয় কুচক্রি মহল নানা কুৎসামূলক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

ফারুক হোসাইন বলেন, সাইবার পুলিশের অনলাইন মনিটরিং সেল ডা. মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। বুধবার সাইবার পুলিশের একটি বিশেষ দল রাজধানীর বাড্ডা এলাকা থেকে আবিরকে আটক করে। এসময় তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়।

তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ডা. মঈন উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর