Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ১১ মাস বয়সী শিশু করোনায় আক্রান্ত


২২ এপ্রিল ২০২০ ২৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ১১ মাসের এক শিশুর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ওই শিশুর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেকেন্দার আলী মোল্লা।

তিনি জানান, উপজেলার বিন্নাডাঙ্গী গ্রামের ওই শিশুকে শারীরিক সমস্যার কারণে প্রায় দুই সপ্তাহ আগে ঢাকায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির করোনার উপসর্গ দেখা দিলে গত শনিবার (১৮ এপ্রিল) ওই হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়। এরপর ওই হাসপাতালেই নমুনা পরীক্ষা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগকে জানায়, ওই শিশুটি করোনায় আক্রান্ত। সেকেন্দার আলী বলেন, ওই শিশুটির পরিবার বর্তমানে সাভারের হেমায়েতপুরে রয়েছে।

বিজ্ঞাপন

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, শিশুটির বাবার মুঠোফোন নম্বর ট্যাক করে জানা গেছে পরিবারটি সিঙ্গাইরে রয়েছে। পরিবারটির সন্ধান পাওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

করোনা করোনাভাইরাস মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর