Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন


২৩ এপ্রিল ২০২০ ০০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

গত ১৩ এপ্রিল সোমবার (২০ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ইউনাইটেড হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, বার্ধক্যজনিত রোগের কারণে ডা. সাদত হোসাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ড. সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

ড. সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন।

পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে দায়িত্ব পালন করেন।

টপ নিউজ ড. সা’দত হুসাইন পিএসসি সরকারি কর্মকমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর