Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে ননদের মারধরে ভাবির ‍মৃত্যু


২৩ এপ্রিল ২০২০ ১০:২৮

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটা নিয়ে ঝগড়ায় ননদের মারধরে নাছিমা বেগম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে নামা ছিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নালিতাবাড়ী উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নত আলীর পোষ্যপুত্র বুলবুল ও তার তিন কন্যার মধ্যে গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান নাছিমার ওপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ নেওয়ার পথে নাছিমার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ব্যপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করে।

টপ নিউজ ননদ ভাবি মৃত্যু শেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর