Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন ধরনের বন্ডের টাকা পরিশোধের নির্দেশ


২৩ এপ্রিল ২০২০ ১৫:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের কারণে সীমিত ব্যাংকিং কার্যক্রমের মধ্যেও বিভিন্ন ধরনের বন্ডের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন সাধারণ ছুটিতে ব্যাংকের সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকলেও বন্ডের টাকা পরিশোধের বিষয়ে কোন নির্দেশনা ছিল না। কিন্তু এবার ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড নগদায়ন কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগে থেকেই মেয়াদপূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয়পত্র এবং কুপনের অর্থ পরিষদের কার্যক্রম চালু রয়েছে। তবে বন্ডের অর্থ পরিশোধের নির্দেশনা না থাকায় মাঝে মধ্যে সমস্যায় পড়ছেন বিভিন্ন বন্ডের বিনিয়োগকারীরা। তাই মেয়াদপূর্তির আগে অথবা মেয়াদপূর্তির পর এনআরবি বন্ড (ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড) নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে চলমান সীমিত ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই এনআরবি বন্ডসমূহের নগদায়ন ও কুপন বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্ডের টাকা বাংলাদেশ ব্যাংক সীমিত ব্যাংকিং