মানিকগঞ্জ: জেলায় ১১ মাসের এক শিশু ও দুই চিকিৎসকসহ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১১ জন করোনায় আক্রান্ত হলো। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এসব জানিয়েছেন।
আক্রান্ত দুই চিকিৎসক হলেন- মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোতাহার হোসেন এবং সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু হানিফ। এছাড়া সিংগাইর উপজেলায় জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের ১১ মাসের এক শিশুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোতাহার হোসেন সর্বশেষ ৮ এপ্রিল পর্যন্ত অফিস করেছেন। এরপর থেকে তিনি অসুস্থ থাকায় ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার ওই চিকিৎসক নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। আর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুই চিকিৎসক বর্তমানে ঢাকার নিজ নিজ বাসায় আইসোলেশনে অবস্থান করছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তত করে তাদের হোম কোয়ারেনটাইনে রাখার প্রক্রিয়া চলছে।
এছাড়া সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী গ্রামের এক শিশুর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত হওয়া শিশুটির পরিবারসহ পাশের আরও দু‘টি বাড়ি লকডাউন দেওয়া হয়েছে। এ নিয়ে পুরো জেলায় ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু মাত্র সিংগাইরেই ৬জন। বাকি ৫ জন অনান্য উপজেলায় বলে জানান সিভিল সার্জন।