অতিরিক্ত রক্তক্ষরণে রনকের মৃত্যু
২ মার্চ ২০১৮ ১৫:২২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বৃহস্পতিবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত কলেজছাত্র রনক অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার দুপুর ১২টার দিকে রনকের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, নিহতের ডান পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অস্ত্র ঢুকে চামড়ার কিছু নিচে বড় একটি শিরা কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে রনকের মৃ্ত্যু হয়।
ময়নাতদন্তের আগে রনকের সুরতহাল সম্পন্ন করেন কোতয়ালী থানার উপ- পরিদর্শক (এসআই) মোবারক হোসেন। সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেন, ২৫/৩০ জন যুবক নিহতকে কিল ঘুষি মারে এবং ডান পায়ের উরুতে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
বৃহস্পতিবার (১ মার্চ) পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ভিক্টোরিয়া পার্ক এলাকায় রওনককে কুপিয়ে হত্যা করা হয়।
রনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এপ্রিলে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল।
সারাবাংলা/এআই/আইএ/একে