Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আরও দুই উপজেলা লকডাউন


২৩ এপ্রিল ২০২০ ১৯:৪২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের আরও দুই উপজেলা লকডাউন করেছে প্রশাসন। উপজেলাগুলো হচ্ছে- রাউজান ও ফটিকছড়ি। এ নিয়ে চট্টগ্রামের মোট ৬টি উপজেলা লকডাউন করা হল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল তিনটা থেকে রাউজান এবং সন্ধ্যা ৬টায় ফটিকছড়ি উপজেলায় লকডাউন কার্যকর হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন জানিয়েছেন, বুধবার ফটিকছড়িতে একজন চিকিৎসকের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল থেকে ফটিকছড়ির ১৩ প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন আসা-যাওয়া সীমিত করা হয়। লকডাউনের পর এখন জরুরি পণ্যবোঝাই যানবাহন ছাড়া কোনো গাড়ি ফটিকছড়ি ছাড়তে পারবে না এবং উপজেলায় ঢুকতে পারবে না বলে জানিয়েছেন ইউএনও সায়েদুল আরেফিন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানিয়েছেন, রাউজানে এখনও করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৫ এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া, ১৭ এপ্রিল বাঁশখালী এবং ১৯ এপ্রিল হাটহাজারী অবরুদ্ধ করা হয়।

করোনাভাইরাস চট্টগ্রাম টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর