ঢাকা: করোনাভাইরাস সম্পর্কে দেশ ও বিদেশের সর্বশেষ তথ্য জানতে হোয়াটসঅ্যাপ ভিত্তিক বট সার্ভিস চালু করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) ও স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে এই বট সার্ভিস চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে এক ভার্চুয়াল সাংবাদ সম্মেলনে এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) ড. ইকবাল কবিরসহ আরও অনেকেই এতে যুক্ত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে ( +8801678380056) এই নম্বরটিতে ইংরেজিতে ‘hi’ কিংবা বাংলায় ‘হ্যালো’ লিখে পাঠালে করোনাভাইরাস সম্পর্কে যে কোন তথ্য জানা যাবে। হোয়াটসঅ্যাপ ভিত্তিক হেল্পলাইন বা কোভিড-১৯ হেল্থএলার্ট নামক এই সেবাটিতে সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান, কিভাবে সুস্থ থাকা যায়, করোনাবিডি অ্যাপের মাধ্যমে নিজের ঝুঁকি নির্ণয়, সরকারি হেল্প লাইন, ভুল ধারণা ও গুজব মোকাবিলা, দেশ বিদেশের খবর, ভ্রমণ বিষয়ক তথ্যসহ আরও অরেক তথ্য জানা যাবে। সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে।
উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, দেশে প্রায় সাড়ে ৩ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। তাদের জন্য কোন বট সার্ভিস চালু ছিলনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হোয়াটসঅ্যাপে বট সার্ভিস চালু রয়েছে। তাই দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকরীদের করোনা সম্পর্কে তথ্য ও সেবা দিতে এই বট সার্ভিসটি চালু করা হয়েছে। এখানে ইংরেজিতে হাই কিংবা বাংলায় হ্যালো লিখলেই পরবর্তী ধাপ অনুসরণ করে বিভিন্ন তথ্য জানা যাবে।