Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলের বৃষ্টিতে নেমে এল রাতের আঁধার


২৪ এপ্রিল ২০২০ ০২:৪৮
ঢাকা: দিনের শুরুতে রোদ-মেঘের খেলা থাকলেও বিকেলের আকাশ ছিল একেবারেই অচেনা। তীব্র বজ্রপাত আর ঝড়-বৃষ্টিতে মুহূর্তেই পালটে গেল প্রকৃতি। নেমে এল আঁধার। রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বিকেলে-ই দেখা গেছে রাতের আঁধার। দুয়েক জায়গায় শিলা বৃষ্টিও হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতর থেকে ঝড়-বৃষ্টির আভাস দিয়ে বলা হয়েছিল, দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া  দক্ষিণ-পশ্চিম কিংবা দক্ষিণ দিকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০-৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সৃষ্টি করতে পারে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বিকেলে সারাবাংলাকে বলেন, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসহ টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা দিনের চেয়ে সামান্য হ্রাস পেতে পারে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তীব্র ঝড়-বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর