Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে কম্পিউটার মনিটর চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন


২৪ এপ্রিল ২০২০ ০২:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিবন্ধীদের কম্পিউটার মনিটর চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারের নির্দেশে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হককে কমিটির আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব আইসিটি সেলের সিনিয়র এ্যাসিসটেন্ট সিস্টেম এডমিনিস্ট্রেটর মো মজনু মিয়া ও সদস্য সহকারী প্রক্টর ড. মো আতিকুর রহমান।

প্রক্টর মনিরুল হাসান বলেন, উপাচার্য ম্যাডাম তদন্ত কমিটি করার অনুমোদন দিয়েছেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ১৪টি কম্পিউটার মনিটর চুরি হয়। এছাড়া আরও ৪টি সিপিইউ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর