Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা


২৪ এপ্রিল ২০২০ ০৩:৫৬

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কলেজ শিক্ষার্থী তুষার জনি (২০) কে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তুষার জনি মারা যান। তিনি পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পাইকপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে তুষার জনির সঙ্গে স্থানীয় কামরুজ্জামানের স্কুল পড়ুয়া মেয়ের সখ্যতা গড়ে ওঠে। এ ঘটনায় বুধবার (২২ এপ্রিল) রাতে কামরুজ্জামান ও তার ভাই ওয়াহিদুজ্জামান কৌশলে মেয়েকে দিয়ে জনিকে ফোন করে বাড়িতে ডেকে এনে বেদম পেটায়।

তুষার জনি জ্ঞান হারালে মৃত ভেবে বাইরে ফেলে রেখে দেয় তারা। এরপর স্থানীয়রা  তাকে উদ্ধার করে ওই রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জনির মৃত্যু হয়।

ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, এই ঘটনায় বৃহস্পতিবার রাতে কামরুজ্জামানের পিতা রিয়াজ উদ্দিন, স্ত্রী আসমা খাতুন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। জনির পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।

স্থানীয় যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, মেধাবী ছাত্র জনিকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

কলেজ শিক্ষার্থীকে হত্যা সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর