Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইল হাওরে কৃষকের বোরো ধান কেটে দিলো ছাত্রলীগ


২৪ এপ্রিল ২০২০ ১৮:১১

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সারা দেশের মতো চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে ছিলো শ্রমিক সংকট। এ অবস্থায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা শ্রীমঙ্গল হাইল হাওরে কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।

প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশের নেতৃত্বে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল হাইল হাওর এলাকার মো. আইয়ুব আলী নামে এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দেয়। ধান কাটা শেষে হাওড় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কৃষকদের বাড়িতেও ধান পৌঁছে দেন নেতাকর্মীরা।

কৃষক মো. আইয়ুব আলী বলেন, ‘আমার জমির ধান পেকেছে। এলাকায় কৃষক পাওয়া যায় না। ক্ষেতের ধান নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলাম। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে।’

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ বলেন, ‘প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ও জেলা ছাত্রলীগের সমন্বয়ে আমরা অসহায় ও দরিদ্র কৃষকের ধান কাটার উদ্যোগ নিয়েছি। ওই কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। এমন খবর পেয়ে সকালেই ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কেটে সহযোগিতা করি।’ এ ধরনের কাজ চলমান থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ছাত্রলীগ ধানকাটা বোরো ধান হাইল হাওর হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর