আ.লীগকে যারা ভোট দেয় না তাদেরও রেশন কার্ড দিতে হবে: তথ্যমন্ত্রী
২৪ এপ্রিল ২০২০ ১৯:৫৬
চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগকে কখনো ভোট দেননি এমন লোকদেরও রেশন কার্ডের তালিকায় অর্ন্তভুক্তির নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় করোনাভাইরাস মোকাবিলা নিয়ে এক সমন্বয় সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। উপজেলা সদরে দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা ছিলেন। এরপর তিনি স্থানীয় প্রশাসনের সাথেও বৈঠক করেন তথ্যমন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, ‘যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোনোসময় আমাদের দলকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবি হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন ৫০ লক্ষ রেশন কার্ডে তার নাম অন্তর্ভূক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুনভাবে যে ৫০ লক্ষ রেশন কার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে। এই কার্ড করার সময় কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। যার প্রয়োজন তাকেই অন্তর্ভূক্ত করতে হবে দলমত নির্বিশেষে।’
আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ আরও বলেন, ‘আমাদের দল যেহেতু সরকারি দল, আমাদের দায়িত্ব অনেক বেশি। সরকারি দল হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজ একমাস দেশের সবকিছু বন্ধ। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারণে এখনও পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যায়নি।’
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামসহ স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।