Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে গ্রামীণফোন


২৪ এপ্রিল ২০২০ ২০:৫০

ঢাকা: করোনা মোকাবিলায় ১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আর এসব পরিবারের মধ্যে খাদ্য সহয়তা তুলে দেবে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। এছাড়াও ব্যক্তি উদ্যোগে ‘ডাকছে আমার দেশ’ প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে যে কেউ করতে পারবেন সহায়তা। আর তা তুলে দেওয়া হবে দরিদ্র পরিবারের মাঝে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গ্রামীণফোন ও ব্র্যাক এ ঘোষণা দেয়।

ডাকছে আমার দেশ প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে সাহায্য পাঠানো যাবে বিকাশ করে। বিকাশ নম্বর- ০১৭৩০৩২১৭৬৫। এছাড়া ব্যাংকের মাধ্যমেও টাকা পাঠানো যাবে। হিসাব নম্বর: ১৫০১২০-২৩১৬৪৭৪০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান-১।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রামীণফোন ব্র্যাকের জরুরি খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। আর ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেবে ব্র্যাক। এ উদ্যোগে প্রতি পরিবারকে ১৫শ’ টাকা করে দেওয়া হবে। এ টাকা দিয়ে চার সদস্যের একটি পরিবার অন্তত দু’ সপ্তাহের জরুরি খাবার কিনতে পারবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও ) ইয়াসির আজমান বলেন, ‘এটি একটা বৈশ্বিক সংকট। এখনই সময় সরকারি-বেসরকারি খাতকে এক সাথে সামনে এগিয়ে এসে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবিলা করা। যৌথ প্রচেষ্টায় একসাথে শক্তিশালী হওয়ার মাধ্যমে সমাজে ইচিবাচক প্রভাব ফেলতে আমরা শুরু থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সাথে কাজ করে যাচ্ছি। গ্রামীণফোন আজ ব্র্যাকের সাথে যুক্ত হয়েছে ১ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য, আমি সামর্থ্য থাকা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করবো ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগ অথবা সরকারি সংস্থাগুলোর নেয়া অন্য উদ্যোগগুলোর সাথে যুক্ত হতে। এ সংকটকালীন আমরা একসাথে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো; যাদের এ মুহূর্তে বেশি সহায়তার প্রয়োজন। এ প্রতিকূল অবস্থা মোকাবিলায় সকারকে সহায়তায় গ্রামীণফোন এ উদ্যোগ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর, এটুআই, বিটিআরসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সাথে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘এটি শুধুমাত্র স্বাস্থ্য নিয়ে বৈশ্বিক মহামারিই নয়, এটা মানবিক সংকট। এ মুহূর্তে জাতির আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন। ১ লাখের বেশি মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়ে ব্র্যাক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। সক্ষমতা ও প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি, পিপিই সরবরাহ এবং মানুষের প্রয়োজনে জরুরি আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা সরকারকে সহায়তা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যেই ২ লাখ পরিবারের সহায়তায় ৩০ কোটি টাকা সহায়তায় অঙ্গীকারবদ্ধ। গ্রামীণফোনের মহৎ উদ্যোগ ও সহায়তা আমাদের বিস্তৃত পরিসরে কাজ করতে সাহায্য করবে। বেশি ক্ষতির ঝুঁকিতে থাকা—বয়স্ক মানুষ, গর্ভবতী কিংবা স্তন্যদানকারী মা, বিশেষভাবে সক্ষম মানুষ, নারী উপার্জনকারীর ওপর নির্ভরশীল পরিবার, অতিদরিদ্র জনগোষ্ঠী এবং অন্য কোনো উৎস থেকে সহায়তা বঞ্চিত ব্যক্তি ও পরিবারকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক নিজেদের কাজ অব্যাহত রাখবে।’

সংবাদ সম্মেলনে গ্রামীনফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার, গ্রামীণফোনের সাসটেইনিবিলিটি প্রজেক্ট লিড এম. হাফিজুর রহমান খান ও ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিরেক্টর মৌটুসী কবিরসহ আরও অনেকে সংযুক্ত ছিলেন।

করোনা মোকাবিলা করোনাভাইরাস গ্রামীণফোন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর