Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে ঢাকা থেকে পালিয়ে যাওয়া দম্পতি রাজবাড়ীতে ধরা


২৪ এপ্রিল ২০২০ ২১:৪৯

রাজবাড়ী: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা থেকে পালিয়ে আসা এক দম্পতিকে রাজবাড়ী থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বড়পুল এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম (২৪)।

রাতে তছিকুল ইসলাম মুঠোফোনে সারাবাংলাকে বলেন, ‘আমি আমার স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের এক চিকিৎসকের প্রাইভেটকার গাড়ি চালাই। গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আমার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে এবং গতকাল বৃহস্পতিবার আমার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তবে আমার ছেলের শরীরের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘বিএসএমএমইউ-এর চিকিৎসকরা আমাদের বাসায় হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেন। কিন্তু আমার ছেলেটাকে কার কাছে রাখবো সে কথা চিন্তা করে শুক্রবার সকাল ৭টার দিকে আমরা ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দিই। সন্ধ্যায় রাজবাড়ীর বড়পুল এলাকায় এলে পুলিশ আমাদের ধরে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এইমাত্র আমরা হাসপাতালে এসে পৌঁছালাম। এখানে আমাদের ভর্তির প্রক্রিয়া চলছে।’

রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই দম্পতি ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া যাচ্ছিলো। এ তথ্য পেয়ে আমরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক থেকে তাদের উদ্ধার করি। পরে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

উদ্ধার করোনা দম্পতি ঢাকা পালানো রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর