Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হলে ‘নগদ’ কর্মী পাবেন ৫ লাখ টাকা


২৫ এপ্রিল ২০২০ ১৬:২৬

ঢাকা: দায়িত্ব পালনকালে ডাক বিভাগের ‘নগদ’ পরিবারের সঙ্গে সম্পৃক্ত কোনো কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ৫ লাখ টাকা দেওয়া হবে। শুক্রবার (২৪ এপ্রিল) ডাক বিভাগের নগদের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) লিঙ্কন মো. লুৎফরজাম্মান সরকার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ বিশ্বাস করে ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’। সেই বিশ্বাস থেকে সব উদ্যেক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে নগদ। এই সময়ে নগদ পরিবারের সাথে সরাসরি সম্পৃক্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কর্মীদের স্বাস্থ্য সচেতনার দিক বিবেচনা করে গত ২৫ মার্চ থেকে নগদ-এর কর্মীরা ‘হোম অফিস’ করছেন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে ‘নগদ’ মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থেকেই মার্চেন্ট টু মার্চেন্ট খরচ ৬ টাকায় নামিয়ে এনেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাশুল না নেওয়া এবং মাসে প্রথম এক হাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

৫ লাখ টাকা ডাক বিভাগ নগদ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর