ঝিনাইদহে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত
২৫ এপ্রিল ২০২০ ১৬:৩৫
ঢাকা: প্রথমবারের মতো ঝিনাইদহে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে দুইজনের মধ্যে। এদের একজন ঢাকা ফেরত এক নারী ও অপর ব্যক্তি মাদারীপুর থেকে ঝিনাইদহ গিয়েছিলেন। শনিবার (২৫ এপ্রিল) তাদের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করা নমুনা পরীক্ষার ফলাফলে।
শনিবার (২৫ এপ্রিল) সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
তিনি বলেন, আজকে ঝিনাইদহে প্রথমবারের মতো দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে একজন ৩৫ বছর বয়সী নারী আছেন। তিনি ঢাকা থেকে এসেছিলেন। নতুনভাবে সংক্রমণ হওয়া আরেকজন ব্যক্তির বয়স ৩২। তিনি মাদারীপুর থেকে এসেছিলেন এখানে।
তিনি আরও বলেন, বর্তমানে সংক্রমিত দুইজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে মৃদু উপসর্গের কারণে।
আজকেই তাদের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেছে তাই কেন্দ্রীয়ভাবে প্রকাশিত তথ্য ঝিনাইদহের নাম ছিল না বলেও জানান ডা. সেলিনা বেগম।