Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সুযোগ নিয়ে মাদক-জঙ্গিবাদের সুযোগ নেই: র‍্যাব ডিজি


২৫ এপ্রিল ২০২০ ১৭:২৭

ঢাকা: করোনার সুযোগ নিয়ে কেউ যদি মাদকপাচার, সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ড চালাতে চায়, তবে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিসি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চলমান করোনা পরিস্থিতি ও রমজানে র‍্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন দায়িত্ব গ্রহণসহ সার্বিক বিষয় নিয়ে এক অনলাইনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

র‍্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের গাড়িগুলো খুব দ্রুত মহাসড়ক থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এই সুযোগে একদল মাদক কারবারি সবজির ভেতরে মাদক পরিবহনের চেষ্টা করছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, করোনোর সুযোগ নিয়ে এসব করলে কোনো ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।’

তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের মূল যে কাজ সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, সেই কাজ করে যাচ্ছি। গত ৪ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ৩২ জন জঙ্গিকে গ্রেফতার করেছি। কোনোভাবেই যেন জঙ্গিরা এ সময়ে সুযোগ না নিতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছে আমাদের সবগুলো টিম।’

চলমান পরিস্থিতিতে র‍্যাবের অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘চলমান সময়ে র‍্যাব ৩৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এতে মোট ২ হাজার ২৪০ জনকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সংশ্লিষ্ট সরঞ্জাম নিয়ে প্রতারণা করার দায়ে ১৮টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে। নয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

বিজ্ঞাপন

করোনার সংক্রমণ রোধে র‌্যাবের নেওয়া পদক্ষেপ তুলে ধরে র‍্যাব ডিজি বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। সেখানে জরিমানাসহ শাস্তি দিচ্ছি। তবে লক্ষ্য করা গেছে, মূল সড়কের পাশাপাশি অলি-গলি ও চায়ের দোকানে মানুষের জমায়েত থাকে। তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাবের নজর মূল সড়কের পাশাপাশি সেদিকে থাকবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তিনি বলেন, এমন সংকটের সময়ে আমাদের সতর্ক থাকতে হবে, কোন ধরনের গুজবে কান দেওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখলে লাইক শেয়ার করার আগে তথ্যটি যাচাই করা উচিত। গুজব ছড়ানোর অপরাধে আমরা ইতোমধ্যে ৫০টি সাইট নজরদারিতে রেখেছি। গুজব রটনাকারী ১১ জনকে আটক করেছি।

করোনার সুযোগ মাদক-জঙ্গিবাদ র‌্যাব ডিজি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর