Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে ক্রেতা-বিক্রেতার মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক


২৫ এপ্রিল ২০২০ ১৭:৪৯

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাজধানীর কাঁচাপণ্যের আড়ত কারওয়ান বাজারে নতুন নিয়ম ও সময়সূচি নির্ধারণ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল পণ্য সামগ্রী গাড়ি থেকে আনলোড করতে হবে। উল্লেখিত সময় অর্থাৎ সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টার মধ্যে পাইকারি ক্রেতাদের তাদের পণ্য ক্রয় করে বাজার ত্যাগ করতে হবে। এছাড়া নতুন সময় সূচি অনুযায়ী খুচরা বাজারের সময়সীমা প্রতিদিন ভোর ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে। মাছের পাইকারি বাজার ভোর রাত ৩ টা থেকে সকাল ৯ টার মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে।

শুক্রবার (২৪ এপ্রিল) থেকে এ সময়সূচি কার্যকর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কারওয়ান বাজারে ডিএমপি, র‌্যাব, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি ও কারওয়ান বাজারের মালিক সমিতির সদস্যদের যৌথ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাস কারওয়ানবাজার স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর