Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম ধাপে ভারত থেকে ফিরল ১৬৬ বাংলাদেশি


২৫ এপ্রিল ২০২০ ১৯:৪৬

ঢাকা: পঞ্চম ধাপে ভারতের চেন্নাই থেকে ১৬৬ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

তিনি জানান, শাহজালালে ফ্লাইটটি অবতরণ করেছে দুপুর ২টা ৪৮মিনিটে।

কামরুল আরও জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া দুর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।

চেন্নাই ভারত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর