Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিকম বিভাগে নিরাপত্তা সামগ্রী দিল চাইনিজ মেশিনারিজ


২৫ এপ্রিল ২০২০ ২১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য চাইনিজ মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন মাস্কসহ কোভিড -১৯ সংক্রমণ বিস্তার রোধে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দিয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সম্মানে শনিবার (২৫ এপ্রিল) এইসব নিরাপত্তা সামগ্রী দেওয়া হয় বলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান ডাক অধিদফতরের সম্মেলন কক্ষে মন্ত্রীর পক্ষে এসব সামগ্রী গ্রহণ করেন।

চাইনিজ মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সিইও চেনজিং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫০০টি মাস্ক ১০টি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার এবং আটটি প্রোটেকটিভ ক্লথ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র, অতিরিক্তি মহাপরিচালক হারুন উর রশিদ এবং ঢাকা সার্কেল পিএমজি সিরাজ উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন।

চায়না মেশিনারিজ ডাক ও টেলিেোগাযোগ মন্ত্রণালয় নিরাপত্তা সামগ্রী