Sunday 08 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধ্যমিকের টেলিভিশন ক্লাসের নতুন রুটিন প্রকাশ


২৫ এপ্রিল ২০২০ ২২:০০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ২২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মাধ্যমিকের টেলিভিশন ক্লাসের নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন এই সময়সূচিতে ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১০টি ক্লাস সম্প্রচার হবে সংসদ টিভিতে। এসব ক্লাসে পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের বাসার কাজও দেওয়া হবে।

প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে মাউশি।

বিজ্ঞাপন

যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই এই পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে টেলিভিশনে শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মার্চের ১৮ তারিখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। যেকারণে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়।

রুটিনের লিঙ্ক সংযুক্ত:

Last high Class rutine 25-4-20-20200425140908

টপ নিউজ নতুন রুটিন মাধ্যমিক সংসদ টিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর