ঝিনাইদহে ৭ জন করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
২৬ এপ্রিল ২০২০ ১২:০৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৪:১৪
ঝিনাইদহ: ঝিনাইদহে নতুন করে এক চিকিৎসকসহ আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৪টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭টি পজেটিভ এসেছে। তবে তারা ভুল করে একটি নাম দু-বার লিখলেও পরে তা সংশোধন করে পাঠিয়েছে।
ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর সদর হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।