Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত


২৬ এপ্রিল ২০২০ ১৫:৫৬

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (২৬ এপ্রিল) এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্ম-সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বি এম শওকত ইকবাল বলেন, ‘লকডাউনের এই পরিস্থিতিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০’র প্রিলিমিনারি টেস্ট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠানের নতুন সময়সূচি জানানো হবে।’

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা স্থগিতের একটি আদেশও জারি করেছে।

আদেশে বলা হয়, ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা- ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও সেটিও আটকে গেছে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘ফেব্রুয়ারিতে লিখিত পরীক্ষার ফল দেওয়ার ইচ্ছা থাকলেও পরে সেটি মার্চ পর্যন্ত পিছিয়ে যায়। মার্চে লকডাউন শুরু হলে আমাদের পক্ষে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল দিয়ে দেবো।

উল্লেখ্য, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার প্রার্থী অংশ নেন। গেল বছরের ১৫ ও ১৬ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৭তম টপ নিউজ পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন স্থগিত


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর