Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ৬টি হাসপাতালে পিপিই দিল গাজী গ্রুপ ও সারাবাংলা.নেট


২৬ এপ্রিল ২০২০ ১৬:৫১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রাজধানীর ছয়টি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান গাজী গ্রুপ ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা.নেট।

হাসপাতালগুলোর মধ্যে আছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসাপাতাল।

গাজী গ্রুপের চেয়ারম্যান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির সরাসরি তত্ত্বাবধানে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাসপাতাল এবং জরুরি সেবায় নিয়োজিতদের জন্য জীবন রক্ষাকারী সামগ্রী প্রদান করা হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

বিজ্ঞাপন

পিপিই গ্রহণ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. শাহাদাত হোসাইন খান বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় দেশের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে ভাইরোলজি বিভাগের তত্ত্বাবধানে খুব দ্রুতই ল্যাবে কোভিড-১৯ শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষা শুরু হবে। এ পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) উদ্যোগ নিয়ে আমাদের জন্য মানসম্মত পিপিই দিয়েছেন।’

শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শফি আহম্মেদ বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছেন। এই অবস্থায় বেসরকারিভাবে মানসম্পন্ন পিপিই নিয়ে এগিয়ে এসেছেন মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। উনার উদ্যোগে গাজী গ্রুপ যে পিপিইগুলো আমাদের হাসপাতালে দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর