Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপাতত বন্ধই থাকছে সব আদালত, ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত


২৬ এপ্রিল ২০২০ ১৭:৩৫

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে আপাতত সব আদালত বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি অংশ নেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট চালু করতে একটি অধ্যাদেশ জারির করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিন্ধান্ত নিয়েছে ফুলকোর্ট সভা। একইসঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলস সংশোধন করে ভার্চুয়াল আদালত স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফুলকোর্ট সভায় অংশ নেওয়া একাধিক মাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

আদালত করোনা পরিস্থিতি টপ নিউজ ফুলকোর্ট সভা বিচার বিভাগ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর