Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা


২৬ এপ্রিল ২০২০ ১৮:০২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৮:১৩

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেড তার শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাড়ে সাত শতাংশ নগদ এবং সাড়ে সাত শতাংশ বেনাস শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা। ২০১৮ সালে ব্যাংকের ইপিএস ছিল ৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে এককভাবে ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছর ছিল ৪ টাকা ৫০ পয়সা।

বিজ্ঞাপন

সবশেষ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৯০ পয়সা। আগামী ২৫ জুন ডিজিটাল প্ল্যাটফরমে ব্র্যাকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ব্র্যাক ব্যাংকের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্র্যাক-ব্যাংক লভ্যাংশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর