কম দামি চাল বেশি দামে বিক্রি, দুই চাতালকে জরিমানা
২৬ এপ্রিল ২০২০ ১৯:১০
রাজবাড়ী: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই সুযোগে কিছু চাতাল মিলের মালিকরা কারসাজি করে চালের দাম বাড়িয়ে তা বেশি দামে বাজারে বিক্রি করছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এ সময় বেশি দামের চালের সাথে কম দামের চাল মিশিয়ে বেশি দামে বিক্রি করার দায়ে দুই চালের চাতালকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে অভিযান চালিয়ে দেখা যায় মেসার্স রমজান ট্রেডার্স ও এনামুল চালের চাতালে বেশি দামের চালের সাথে কম দামের চাল মিশিয়ে বিক্রি করছে। এ অপরাধের দায়ে দুই চাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪৪ ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।’
একইসঙ্গে ওই বাজারের সকল দোকানিকে রমজান মাস উপলক্ষে কোন পণ্যের দাম না বাড়ানোর নির্দেশনা দেওয়া হয় এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলা হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।