Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে হেলিকপ্টারে চট্টগ্রামে ফিরলেন হেফাজত আমির শফী


২৬ এপ্রিল ২০২০ ১৯:১৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ২২:০৫

চট্টগ্রাম ব্যুরো: ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে হেফাজত আমিরকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আনা হয়েছে। তিনি ওই মাদরাসার মহাপরিচালক।

মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ১১ এপ্রিল থেকে বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজত আমির ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় আহমদ শফীর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে চট্টগ্রামে আনা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। তবে তিনি করোনা নেগেটিভ ছিলেন।

শাহ আহমদ শফী সুস্থ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর