Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড়শ’ টাকার আদা ২৫০ টাকায় বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা


২৬ এপ্রিল ২০২০ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডের পাইকারি ব্যবসায়ী মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয়কে ১৫০ টাকার আদা ২৫০ টাকা দামে বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-৯ এর গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল আমিন হোসেন। এসময় র‍্যাব -৯ এর কমান্ডার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল উপস্থিত ছিলো।

ঘটনাস্থলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনের উপস্থিতিতে আশপাশের ব্যবসায়ীদের উদ্দেশে র‍্যাব-৯ এর কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের আরও সহনশীল আচরণ করা উচিত। ব্যবসায়ীদের অনেক সুযোগ আছে ন্যায্যমূল্য ঠিক রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা মোটেও ঠিক না এবং এটা কেউ সহ্য করবে না।’

বিজ্ঞাপন

আদা জরিমানা ভোক্তা অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর