বান্দরবানের রুমায় ইফতার ও ত্রাণ দিল সেনাবাহিনী
২৭ এপ্রিল ২০২০ ০২:৩২
বান্দরবান: করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ করে বান্দরবানের রুমা সেনা জোন। জোনের নিজস্ব তহবিল থেকে রুমার বিভিন্ন পাড়ায় লকডাউনে থাকা গরীব, অসহায় ও দুঃস্থদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তারা।
রোববার (২৬ এপ্রিল) সকালে বান্দরবান রিজিয়ন আওতাধীন রুমা জোন (২৭ ই বেংগল) এর তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ ও ইফতার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি গুড়া দুধ, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম লবণ।
রুমা জোন কমান্ডার বলেন, অনেকেই লজ্জা ও সামাজিক মর্যাদাহানির ভয়ে সাহায্যের জন্য কারও কাছে হাত পাততে পারছেন না। এই সব ব্যক্তিদের খুঁজে বের করে ঘরে ঘরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই রুমা সেনা জোনের উদ্দেশ্য।
সেনাবাহিনীর এরূপ সহযোগিতায় রুমা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থ মানুষের সেবায় সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান রুমা সেনা জোন কমান্ডার।