Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু


২৭ এপ্রিল ২০২০ ০৭:৪৪

জয়পুরহাট: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাট সদর উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত বেলাল হোসেন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত বেলাল হোসেন সদর উপজেলার ডালিমবা গ্রামের সোলায়মান আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারভাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, নিহত বেলাল হোসেনের সঙ্গে তার প্রতিবেশী চাচাতো ভাইদের দীর্ঘদীন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। শনিবার দুপুরে বেলাল হোসেন তার নিজ জমিতে যাওয়ার পথে প্রতিপক্ষের লাঠির আঘতে গরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান বেলাল হোসেন।

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর