Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে করোনার উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু


২৭ এপ্রিল ২০২০ ০৮:২৪

কুড়িগ্রাম: কুড়িগ্রামে নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারীতে উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু এবং তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেন।
রোববার (২৬ এপ্রিল) ভোরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাঁওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ৬ মাস বয়সী শিশু সন্তান করোনা উপসর্গ নিয়ে মারা যায়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু বক্কর সিদ্দিক জানান, জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিলো। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে যায় তার পরিবার। শিশুটির করোনা ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ওই শিশু ও তার পিতার নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামের রিয়াজুল ইসলামের ৬ বছরের মেয়ে নাফিজার তীব্র জ্বরসহ খিচুনি ছিল। এ অবস্থায় মেয়েটি আজ ভোরে মারা যায়। রিয়াজুল ইসলাম কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম সায়েম জানান, শিশুটির বাবা ঢাকা থেকে এসেছেন এবং মেয়েটি তীব্র জ্বর নিয়ে মারা গেছে। তাই তারা মৃত শিশু এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করেছেন।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর